শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খানসামা থানা পরিদর্শনে পুলিশ সুপার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আকস্মিকভাবে দিনাজপুর জেলার খানসামা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি থানায় এসে সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে চান। এছাড়া তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশে সেবা গ্রহীতাদের সমস্যা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যথাযথ আইনগত সহায়তা প্রদানের নির্দেশ দেন। পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share This