সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সোহাগ হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্তৃক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা এবং সারাদেশে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বীরগঞ্জের ছাত্র-জনতা।
আজ শনিবার দুপুর ১২টায় ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদ মিনারে এলাকা থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড মো. চাঁন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক মো. আল-আমিন, জেমিয়ন রায়, উপজেলা প্রতিনিধি আবু বক্কর সুমনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Share This