সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগীদের জন্য অস্ত্রোপচার (অপারেশন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গাক চক্ষু হাসপাতাল দিনাজপুরের উদ্যোগে এবং সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা এর সার্বিক সহযোগিতায় আজ রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ শিবিরের উদ্বোধন করেন উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, গাক চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু, মাঠ কর্মী শাওন শেখ, আমরা করব জয় যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি (ভারপ্রাপ্ত) পলাশ কুমার দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।
চিকিৎসা শিবিরে গাক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মুশফিকুর আলম সেবা প্রদান করেন। তার সহকারী হিসেবে ছিলেন মো. ওমর ফারুক রিপন (রিফ্রাকশন), মোছা. দিলশাদ জাহান দিবা (কাউন্সেলিং), মোছা. ইতি মনি (ল্যাব), আতিকা ইয়াসমিন জুথি (মেডিসিন যুক্ত অপটিক্স), মোছা. মেরিনা আক্তার ও রানী আক্তার (ভিশন), মো. ফারুক হোসেন (রেজিস্ট্রেশন) প্রমুখ।
চিকিৎসা শিবিরে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। যাদের ছানিজনিত অপারেশনের প্রয়োজন, তাদেরকে গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
গাক চক্ষু হাসপাতালের অডিটরিচ কো-অর্ডিনেটর ইনচার্জ মো. মেরাজ মহসিন সনু জানান, গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং স্থায়ীয় সংগঠন আমরা করব জয় এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীর অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার (অপারেশন) সেবা অব্যাহত থাকবে।

Share This