বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে গ্রেফতার ৮

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই গ্রেফতার হয়েছে ৬ জন জুয়ারী ও ২ জন মাদক বিক্রেতা। রবিবার গভীর রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুরের দিক নির্দেশনায় একটি বিশেষ টিম উপজেলার সাতোর ইউনিয়নের বটতলীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান হয়।
অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের নুর আলম (৩২), আমির খান (২৮), দক্ষিণ প্রান নগর গ্রামের রুবেল ইসলাম (৩১), গ্রামতলী এলাকার আজাদ আলী (৪১), গোবিন্দপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩৫) ও গোয়ালপাড়া এলাকার অর্জুন ঘোষ (৩৮) কে।
অপরদিকে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডা গ্রামের মো. মজনু (২২) ও ইউসুফ আলী (৩৫) কে মাদক বিক্রিকালে আটক করা হয়।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, মাদক ও জুয়াকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এই সামাজিক ব্যাধি দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share This