নবাবগঞ্জে ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিলে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ জাল ফেলে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন বলেন- বেশ কিছুদিন যাবত কতিপয় দুস্কৃতিকারীরা সরকার কর্তৃক নিষিদ্ধ বিভিন্ন জাল দিয়ে আশুরার বিলে মাছ ধরে আসছিল। জালের ফাঁসগুলি খুবই শুরু হওয়ায় জালগুলিতে পোনা মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর ধরে আসছিল।
ইতিপুর্বে তাদেরকে একাধিকবার সতর্ক করার পরেও তাদের এমন কাজ অব্যহত থাকায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষনের আওতায় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় আশুরার বিলে এ অভিযান পরিচালনা হয়েছে। অভিযানে প্রায় ৫৫ টি চায়না দুয়ারী জাল সহ বেশি কিছু নিষিদ্ধ চাল জব্দ করা হয়।
পরে সবার উপস্থিতিতে জালগুলি উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন দেশিও মাছ রাক্ষারতে এ অভিযান চলমান থাকবে ।