সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধিতে খানসামায় পথ নাটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের খানসামা উপজেলায় পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী খানসামা পিএফজি’র আয়োজনে উপজেলার চৌরঙ্গী বাজার, পাকেরহাট ও ভুল্লারহাট বাজারে “আসুন, আমাদের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার হই” স্লোগানে সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় পথনাটক ‘আহ্বান’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষ এসময় স্বতঃস্ফূর্ত ভাবে এই পথনাটক উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন খানসামা পিএফজি’র কো-অর্ডিনেটর নুরুল হক, সদস্য ওবায়দুর রহমান, রকিবুল ইসলাম ও লতিকা রায়, ইয়ুথ এ্যাম্বাসেডর জে আর জামানাহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাগরিক অধিকার ও কর্তব্য নিয়ে এই পথনাটক শেষে উপস্থিত জনসাধারণের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করেন পিএফজি’র সদস্যরা।

Share This